দরজায় কড়া নাড়ছে বর্ণিল বৈশাখ সর্বত্রই চলছে বর্ষবরণের প্রস্তুতি

মবরুর আহমদ সাজু

দরজায় কড়া নাড়ছে বাঙালির ঐতিহ্যের বর্ণিল বৈশাখ। বর্ষপঞ্জিরও প্রথম মাসের প্রথম দিন এটি। বর্ষবরণের দিন হিসাবেও যুগযুগ ধরে বৈশাখের স্বীকৃতি আছে। এ কারণে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির সার্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে এ উৎসবে। প্রতি বছর দিনটি উদযাপনের আগে বাঙালির অন্তহীন আনন্দ-উচ্ছ্বাসেরও কমতি থাকে না। গ্রাম থেকে শহর- সারা বাংলায় প্রতি বছর বর্ষবরণের আগাম প্রস্তুতি থাকে। এজন্য বৈশাখের মনমাতানো নানা আয়োজনের প্রস্তুতি চলছে রাতদিন। মার্কেটগুলোতেও এখন কেনাকাটার ধুম। বিভিন্ন মার্কেটের সামনে শোভা পাচ্ছে বৈশাখী তোরণ। চলছে বৈশাখী ছাড়। সবমিলিয়ে বৈশাখ ঘিরেই অপরূপ সাজে সেজে উঠছে দেশ। যেদিকে চোখ যায় সেদিকে বৈশাখী আবহ।

এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে নগর থেকে নগরীর বাইরে শুধু প্রধান প্রধান অনুষ্ঠানস্থল নয়, শহরগুলোর অভিজাত হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বিনোদনকেন্দ্র, পর্যটনকেন্দ্র সর্বত্রই প্রাক প্রস্তুতি চলছে। দিনটি ঘিরে বিনোদনপ্রেমীদের আগাম উচ্ছ্বাস এবং অতি আগ্রহের কারণে ইতিমধ্যে বিনোদনের স্থানগুলো আগাম বুকিং হয়ে গেছে। অন্যদিকে পহেলা বৈশাখের উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও রয়েছে ব্যাপক প্রস্তুতি ।

এবারও বাঙালির ইতিহাস-ঐতিহ্যের শুভ মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজসহ শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের । বের করা হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। এর বাইরে, পাড়া-মহল্লায় ছোট-বড় নানা অনুষ্ঠান পালন হবে নববর্ষ। গ্রাম-গঞ্জে আয়োজন থাকবে বৈশাখী মেলার। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, গম্ভীরা গানের অনুষ্ঠান, নাগরদোলা, বলিখেলা, গরুর দৌড়ের মতো মনমাতানো আয়োজনও থাকছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি): প্রতি বছরের মতো এবারও বাংলা নতুন বছররে প্রথম দিনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে থাকছে নানা আয়োজন। দিনের শুরুতইে থাকবে আনন্দ শোভাযাত্রা। এছাড়াও ক্যাম্পাসের ‘ফুচকা চত্বর’-এ থাকবে বিভিন্ন অনুষদের সংগঠনসমূহের জাঁকজমকপূর্ণ স্টল। বিকেলে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

শাবিপ্রবি: সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে নববর্ষে নতুনভাবে সবকিছুকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত সিলেটের সর্বোচ্চ বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে। বাংলা বছরের প্রথম দিনকে উদযাপন করে নিতে পুরোদমে প্রস্তুত সবুজে ঘেরা এই ক্যাম্পাস।
সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট : আবহমান বাংলার ঐতিহ্য বাংলা নতুন বর্ষকে বরণ করতে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট প্রতিবারের মতো এবারো আয়োজন করেছে শ্রুতি শতকন্ঠে বর্ষবরণ উৎসব-১৪২6 বাংলা। মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন এর সহযোগিতায় পহেলা বৈশাখের দিনে সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সুবিদবাজারস্থ প্রাথমিক ক্যাম্পাসে সকাল সাড়ে ৬ টায় দিনব্যাপী এ উৎসব শুরু হবে বলে জানা যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন,, পহেলা বৈশাখকে ঘিরে গোটা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বাঙ্গালীর প্রাণের উৎসব কেন্দ্রে করে সিলেট মহানগর জুড়ে মানুষের ঢল নামবে, মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানমালা হবে- এসব বিষয়কে মাথায় রেখে বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নিরাপত্তার ব্যাপারে সামান্যতম ছাড় দিতেও নারাজ পুলিশতিন বলেন, পুরো নগরীর সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করবে পুলিশ সদস্যরা।
জেলা পুলিশ সুত্র জানায়, সিলেট জেলায় সর্বত্র থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার প্রতিটি মোড়ে মোড়ে, গুরুত্বপূর্ণ পয়েন্টে, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশ। একইসাথে র‌্যাব ও গোয়েন্দা সদস্যরাও পুলিশের সাথে কাজ করবে। পোশাকধারী পুলিশের সাথে সাথে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সদস্যরা নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে কাজ করবেন। এক্ষেত্রে মঙ্গল শোভাযাত্রা, জনসমাগমস্থল, বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানেও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন পুলিশ ও গোয়েন্দা সদস্যরা।
এদিকে রঙ নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি বলেন পহেলা বৈশাখে অপসংস্কৃতির চর্চা করা যাবেনা এ ধরনের কাজে কাউকে দেখা গেলে সাথে সাথে আটক করা হবে। বৈশাখের আনন্দের মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকান্ড চলতে দেয়া হবে না বলেও হুশিয়ারি করেন।

এ বিভাগের অন্যান্য