ছৈলা আফজালাবাদ ইউনিয়নে ১৪ লক্ষ টাকার রাস্তার উদ্বোধন
ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নে ১৪ লক্ষ টাকার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ছাতক উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন-আহবায়ক ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব গয়াছ আহমদ। এতে ওয়ার্ড ও ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ উপস্ততিত ছিলেন। পরবর্তীতে তিনিছৈলা আফজলাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাধক রফিক আহমদ এর বাড়ীর রাস্তা (এলজিএসপি) প্রায় লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন এতে উপস্ততিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাধক ইমাম উদ্দিন, ১নং ওয়ার্ডের মেম্বার জনাব লাল মিয়া সাহেব,৬নং ওয়ার্ডের মেম্বার শেখ নোয়াব আলী সাহেব, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি জনাব সিরাজ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাধক আবেদুর রহমান আংগুর, সেচ্ছাসেবকলীগের নেতা বিলাল আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ।উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, জননেতা মুহিবুর রহমান মানিক এমপির হাতধরে ছাতক দোয়ারার অঞ্চল সোনার অঞ্চলে রুপান্তরিত হয়েছে। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ‘শীষক বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০১৮ এ প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের মাধ্যমে ‘আমার গ্রাম আমার শহর’ উদ্যোগ গ্রহণের বিশেষ অঙ্গীকার করা হয়েছে। সরকার আমার গ্রাম-আমার শহর অঙ্গীকারটি বাস্তবায়নে সরকার কিছু পরিকল্পনা হাতে নিয়েছে, এগুলোর মধ্যে উন্নত যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্য পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি প্রদানের ব্যবস্থা নেওয়া হবে