কুড়ি বছর পর: চন্দ্রশিলা ছন্দা
বিকেলটায় দারুচিনি রঙ লাগতেই
তুমি আমি কলাভবন পার হয়ে
দেবদারু তলায়
বুকের ভেতর বেদম ধড়ফড়ানি
বেজোড় শালিক দেখে
তোমার ইন্দ্রিয়ে তখন এলাচির সৌরভ
সেই কবে যেন বলে ছিলাম
রান্নার জন্য দারুচিনি এলাচি এনো
তুমি বললে, এখন আমার মাংস রান্নায়
মাংস মাংস গন্ধই ভালো লাগে
হাতের তালুতে কামরাঙা ফুল
ঝরে গেছে বীজটুকু রেখে
তবু বালিকার ঠোঁটের মত
গোলাপি আভা হারাইনি এতোটুকু
শুধু রাতগুলো নাদুসনুদুস কালো বেড়াল
ফোঁসফোঁস দীর্ঘশ্বাসে ভারী
২৭.২.১৯