খাজাঞ্চি,আনন্দ,গ্রামার,রাইজ ও স্কলার্সহোমকে দ্রুত নির্বাচন দিতে হবে – মাহবুব চৌধুরী
সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের সভাপতি,বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাহবুব চৌধুরী বলেছেন খাজাঞ্চিবাড়ি স্কুল & কলেজ,আনন্দ নিকেতন,গ্রামার স্কুল, রাইজ ইন্টারন্যাশনাল স্কুল, বৃটানিকা ও স্কলার্সহোমকে হাইকোর্টের রায়ের আলোকে নতুন করে ম্যানেজিং কমিটি গটনে দ্রুত নির্বাচন দিতে হবে।বিশেষকরে খাজাঞ্চিবাড়ি ও বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল & কলেজে লেখা পড়ার গুনগত মান বৃদ্ধি করতে হবে। আনন্দ নিকেতন ও রাইজকে শিক্ষা ব্যয় কমাতে হবে। গত ১১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের বেটকের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামার সহ সকল স্কুলে পূনঃভর্তি ফি বাতিল সহ অযোক্তিক ফি নামীয় টাকা আদায় বন্ধ করতে হবে। পরিক্ষা ও ল্যাব ফি ছাড়া কোন ফি নেয়া যাবেনা। যে সকল প্রতিষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক সহ সকল পক্ষের অধিকার সমন্বিত করতে নির্বাচনের পথে হাটবে ও শিক্ষা ব্যয় কমিয়ে আনবে সে সব স্কুলে ছাত্র ছাত্রী বৃদ্ধি পাবে এবং সিলেটে সুখ্যাতি অর্জন করবে।যারা এই পক্রিয়ার বহিরে থাকার অপচেষ্টা করবে তারা ছোট হয়ে যাবে ও ছিটকে পড়বে। আগামী ১৮ এপ্রিল বিবিআইএস নির্বাচনের পস্ততি নেয়ায় সকল স্কুল থেকে তারা এগিয়ে গেল। আধুনিক শিক্ষার প্রসারে সকল মহলকে আন্তরিক সহযোগিতার হাত বাড়াতে হবে।
আজ সোমবার, ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশানের ধারাবাহিক অংশ হিসাবে সকাল ৮ টায় ঐতিহ্যবাহী খাজাঞ্চিবাড়ি স্কুল & কলেজে অভিভাবকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একতা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অভিভাবক এসোসিয়েশানের সহ সভাপতি মঞ্জুর আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চিবাড়ির অভিভাবক নোমান আহমদ,আতিকুল ইসলাম চৌধুরী, সৈয়দ মোশাররফ তুহিন,রাসেল আহমদ,সুমন খান,আজাদ আহমেদ চৌধুরী, সুমন আহমদ,রেজওয়ানুল হক,বদরুল ইসলাম,মামুনর রহমান মামুন,শুভেন্দ শেখর পাল,ওমর ফারুক,সামছুল ইসলাম চৌধুরী, রবিউল আলম,শোয়েব আহমদ, লুনা আক্তার সীমা, সম্পা আরা বেগম,লিপি বেগম,তাহমিনা বেগম,মিতু আক্তার, নাজিয়া আক্তার, উমামা আক্তার চৌধুরী, রোকশানা বেগম,পান্না আক্তার, জেসমিন আক্তার,আব্দুল কাইয়ুম,সীমা বেগম,নাহিদ আহমদ,রায়হান আহমদ, খায়রুল ইসলাম,ইয়ামিন রহমান।