অস্ত্রসহ সিলেট চেম্বারের সাবেক পরিচালক গ্রেফতার
অবৈধ অস্ত্রসহ সিলেট সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী মামুন কিবরিয়া সুমনকে তার অফিস থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরের দিকে নগরীরর সুবিদবাজারস্থ মামুন কিবরিয়া এন্টারপ্রাইজ অফিস থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় সুরঞ্জিত এবং শঙ্কর নামে তার অফিসের দুই কর্মচারীকেও আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা জানান, জালিয়াতির অভিযোগে শনিবার তার অফিসে র্যাব ও পুলিশের সমন্নয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সুমনের অফিস থেকে বিপুল পরিমাণ জালিয়াতির কাগজপত্র, আগ্নেয়াস্ত্র ও একটি লম্বা ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।
/অ-ভি