সিলেটে কনসার্টের মঞ্চে নেশায় আশক্ত চিশতি বাউল !

জনসমক্ষে ধূমপান আইনত নিষিদ্ধ হলেও গতকাল শুক্রবার সিলেটে অনুষ্ঠিত কনসার্টে ওপেন ধূমপান করলেন দেশের জনপ্রিয় খ্যাতিমান বাউল শিল্পী চিশতি বাউল। গতকাল শুক্রবার চিশতি বাউল গানের গাওয়ার পূর্বে  নিষিদ্ধ  ধুমপান একটির পর একটি টানতে দেখা যায়।  এই ঘটনাটি ঘটে  সিলেট রিকাবী বাজারস্থ জেলা স্টেডিয়ামের সামনে ইউলপাওয়ারের  অনুষ্ঠানে।

মঞ্চে নিজের আসনে বসে চিশতি বাউল ধূমপানের এ দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা বিব্রত হয় । তবে প্রকাশ্যে কেউ কিছু বলেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন আয়োজক বলেন, চিশতি বাউল কোনো কিছু পরোয়া না করেই ধূমপান করলেন। এই অবস্থায় শুধু মঞ্চে নয়, মঞ্চের সামনে থাকা আমন্ত্রিত অতিথিরাও বিব্রতকর অবস্থায় পড়েন। আরেকজন অভিভাবক আক্ষেপ করে বলেন, জনসমক্ষে ধূমপান আইনত নিষিদ্ধ। সবচেয়ে বড় কথা, সামনে কোমলমতি শিক্ষার্থীরা ছিল। অথচ, চিশতি বাউল ধূমপান শেষ করে গান পরিবেশন করেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় মানবতার উদ্যোগে আয়োজিত কনসার্ট, কনসার্ট ফর লাইফ-ডোনেট ব্লাড-সেইফ লাইফ অনুষ্ঠানে রাত দশটার দিকে  শুরুতে স্টেইজে বসেই তিনি । গানের আগে ধূমপানের ফাঁকে একটি বোতলে কি টানছিলেন বিদ্যুত না তাকায় বুঝা যায় নি? তবে উপস্থিত সাংবাদিকরা ছবি তুলেতে গেলে বাধার সম্মুখীন হন।  পরে ওপেন ধুমপানের এমন দৃশ্যে স্বভাবতই ক্ষুদ্ধ হয়ে উঠেন বিভিন্ন স্থান থেকে আগত কনসার্ট অনুরাগী। বিষয়টির দৃষ্টি এড়ায়নি সিনিয়র সংস্কৃতি কর্মীদের মধ্যেও।অনেকেই এ ঘটনায় বিক্ষোব্ধ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। জানা যায়, ইউলপাওয়ার এই অনুষ্ঠানের আয়োজন করে।

আবদুল হক নামের এক তরুণ আক্ষেপ করে বলেন, জনসম্মূক্ষে ধূমপান আইনত নিষিদ্ধ। সবচেয়ে বড় কথা, সামনে কোমলমতি শিক্ষার্থীরা ছিল। অথচ, চিশতি বাউল ধূমপান শেষ করে গান পরিবেশন করেন। যা প্রত্যাশিত নয়। চিশতি বাউলের মতো জনপ্রিয় ব্যাক্তিদের কাছ থেকে জাতির বহু কিছু আশা করে। কিন্তু অপ্রত্যাশিত এ ঘটনা আমাদের নাড়া দিয়েছে।

তিনি চিশতি বাউলের মতো তারকা যাঁরা রয়েছেন তাঁরা এ বিষয়টি খেয়াল করতে হবে উল্লেখ করে বলেন, উনাদের অনেক ভক্ত ও শুভাঙ্খী রয়েছে। তারা এটাকে ইতিবাচক ভাবে নেবে না। তাই এসব কাজ তাঁদের গুরুত্ব সহকারে দেখতে হবে।

এবিষয়ে কথা হয় সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঙ্গে। তিনি বলেন, চিশতি বাউল হচ্ছেন দেশ বিখ্যাত ও জনপ্রিয় একজন আর্টিস। তিনিসহ যাঁরা জনসম্মুখে ও পাবলিক ফ্লেইসে ধুমপান করেন এসব অভ্যাস ত্যাগ করতে হবে। ব্যক্তিগত অভ্যাস ব্যক্তি জীবনে রাখতে হবে। এগুলোকে জনসম্মূখে না আনাই ভালো।

তিনি উল্লেখ করে বলেন, এসব কারণে আয়োজকেরা বিব্রতবোধ করেন। পাশাপাশি স্রোতারা খারাপ চোখে দেখে থাকেন। দর্শকেরা নিজেদের অপমানিত হয়েছেন ভেবে থাকেন। আমরা যাঁরা সংস্কৃতি অঙ্গণে রয়েছি। তাদের এসব বিষয় খুবই যত্মবান হতে হবে।এবিষয়ে চিশতি বাউলের মন্তব্য নিতে চাহিলে তাকে পাওয়া যায়নি

 

এ বিভাগের অন্যান্য