সিলেটে বিজ্ঞান বিষয়ক সেমিনার সম্পন্ন
জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১১ টায় সিলেট জেলা প্রশাসনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আসলাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে সেমিনার পেপার উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরহাদ রাব্বি (পিএইচডি), মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ, স্থানীয় সরকারে অতিরিক্ত পরিচালক মীর মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসকের এডিএম নাছির উল্লাহ খান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হেলাল চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ আশরাফুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাম্মা লাইভা অর্ণব, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মঈনুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহেনা আক্তার।