কবিরা চিন্তা চেতনায় সময়ের চেয়ে এগিয়ে থাকেন পুলিন রায়

ছাতকে প্রকাশনা অনুষ্ঠান
সিলেট সাহিত্য পরিষদের সভাপতি, লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ সম্পাদক এবং ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন রায় বলেছেন, কবিরা চিন্তা চেতনায় সময়ের চেয়ে এগিয়ে থাকেন। তারা স্বপ্নদ্রষ্টা। কবি বদরুল আলমের কবিতায় যুগ যন্ত্রণার নানা অনুষঙ্গসহ স্বপ্ন-সম্ভাবনা কাব্যময়তায় ফুটে উঠেছে।
তিনি কবি বদরুল আলমের ‘স্বচ্ছ জলে ঝাপসা জীবন’ কাব্যের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল ২৯ মার্চ শুক্রবার ছাতকে আব্দুস সালামের সভাপতিত্বে এবং লিটুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম, সিলেট সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি আলাউদ্দীন তালুকদার, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র দাস, সাংবাদিক আখতারুজ্জামান ও লেখক কমলকান্ত রায় তালুকদার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সঞ্জয় কর। অনুভূতি ব্যক্ত করেন কবি বদরুল আলম।
কবি সংসদ সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবিপতœী কুলসুমা আক্তার জান্নাতসহ প্রচুর সংখ্যক লেখক-কবি এবং কাব্যপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য