আঞ্চলিক গাইড ক্যাম্প থীম ‘লিডার শীপ’র উদ্বোধন

সিলেটে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের

 

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ৫দিন ব্যাপী ৩য় আঞ্চলিক গাইড ক্যাম্প থীম “লিডার শীপ” অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার সকাল ১১টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেটের আঞ্চলিক কমিশনার বাবলি পুরকায়স্থের সভাপতিত্বে ও আঞ্চলিক সম্পাদক কামরুন নাহার শফিকের উপস্থাপনায় প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম রাষ্ট্রীয় কাজে থাকায় তাঁর পক্ষে বিশেষ অতিথির হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই.সি.টি মো. আসলাম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিশনার শাহানা জাফরিন রোজী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম, সহকারি ক্যাম্প পরিচালক সালমা বাছিত, সহকারি ক্যাম্প কমান্ডার ফেরদৌস আরা কামাল চৌধুরী, সিদ্দিকা খাতুন, প্রোগাম ইনচার্জ সুফিয়া বেগম, সহকারি প্রোগ্রাম ইনচার্জ মৌসুমী দেব, রুনা বেগম, কোয়ার মাস্টার সানা বেগম, সহকারি কোয়ার মাস্টার মীনা ভট্টাচার্য্য, শীপ্রা দেব, হেলথ ইনচার্জ মাহমুদা বেগম, সহকারি হেলথ ইনর্চাজ শরীফা খাতুন, বুলেটিন ইনচার্জ রওশনারা বেগম, সহকারি বুলেটিন ইনচার্জ ফৌজিয়া জাহান চৌধুরী, শর্মিলা শর্মা, ক্যাম্প নার্স কল্পনা ঘোষ, সহকারি ক্যাম্প নার্স শিল্পী রাণী দেবী, ক্যাম্প সহকারি সুফিয়া বেগম প্রমুক।

এ বিভাগের অন্যান্য