মুক্তিযুদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সম্মান করতে হবে :সাবেক মেয়র কামরান

২৬নং ওয়ার্ড আ’লীগের আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মুক্তিযুদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা নিজেদের জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশ শত্রুমুক্ত করেছেন। আমাদেরকে উপহার দিয়েছেন লাল সবুজের পতাকা। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ বিশ^ দরবারে প্রতিষ্ঠিত হতো না। তাই আজকের দিনটি বাঙালি জাতির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।
তিনি গত মঙ্গলবার রাতে নগরীর দক্ষিণ সুরমার কীনব্রিজের পাশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছিত সেলিমের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম সাহেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র হাজী মোহাম্মদ তৌফিক বকস লিপন। বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মুকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এন ইসলাম ও বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ, যুবলীগ নেতা খন্দকার মোস্তকামি কাউসার, মুবিন হোসেন চৌধুরী, ওয়ার্ড শ্রমিকের সভাপতি আব্দুল মালেক তালুকদার, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন আকন্দ, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, হেলাল আহমদ, হকার্সলীগ নেতা কাজল আহমদ, ছাত্রলীগ নেতা খাজেদ আহমদ প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য