সিলেটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোনার বাংলা গড়ার শপথ নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে সমবেত হন সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৭ টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মিনারের পাশেই চলে রক্তদান কর্মসূচি।