কানাইঘাটে ভারতীয় শিলং তীর খেলার অভিযোগে যুবক গ্রেপ্তার
কানাইঘাটে ভারতীয় শিলং তীর খেলার অভিযোগে যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্ট সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় শিলং তীর খেলার অভিযোগে বেলাল আহমদ (২৬) নামে এক জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে কানাইঘাট থানার পূর্ব কওরের মাটি গ্রামের রুপন আহমদের ছেলে। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার সময় ডিবি উত্তর জোনের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নানের নেতৃত্বে কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) সাইফুল আলম জানান, সিলেটের সীমান্তে কিছু লোক ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলায় যুক্ত হয়ে সমাজে অনেক অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে। তাদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছি এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে।