মেধাবী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনুদান প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রজন্মের সেতুবন্ধন সিলেট:
প্রজন্মের সেতুবন্ধন সিলেট-এর উদ্যোগে মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনুদান প্রদান, সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষা ব্যতীত কোনধরনের উন্নয়ন কল্পনাও করা যায়। শিক্ষা বিষয়ে সরকার গৃহীত পদক্ষেপের পাশাপাশি সমাজের সকলকে সকলকে সোচ্চার হতে হবে।গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে প্রজন্মের সেতুবন্ধন সিলেট-এর মতো সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল ১৫ মার্চ শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সিলেট সিটি মেয়র জনাব বদর উদ্দিন কামরান৷ বিশেষ অতিথি বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সিলেট বিভাগের গভর্ণর রোটারিয়ান ড. আর কে ধর, আওয়ামীলীগ নেতা এম এ খালিক, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, সাবেক ব্যাংকার শান্তি নন্দী। মূখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবি পুলিন রায়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্ষিতীশ সরকারের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার কাশ্যপ কল্যাণ পরিষদের সভাপতি অবিনাশ বিশ্বাস, হবিগঞ্জের জিতেন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা দুর্যোধন বিশ্বাস, এডভোকেট পুলিন বিহারী বিশ্বাস, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, অধ্যাপক বীনা সরকার, শিক্ষক চরিত্রবান সমাজপতি, প্রকৌশলী নিহার রঞ্জন রায়, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, কোষাধ্যক্ষ রাখাল সরকার কবি ধ্রুব গৌতম, কবি চন্দ্রশেখর দেব, ডাঃ বিমল কান্ত সরকার, ডাঃ নকুল কুমার নিলয় প্রমুখ।