অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নগরীতে তিন রেস্টুরেন্টকে জরিমানা
নগরীর আম্বরখানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ মার্চ) দুপুর ১২ টায় নগরীর দরগাহ গেইট রোডে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা দায়ে জাফরান রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভোজন রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা ও এলাহী রেস্টুরেন্টকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা সব খাবার ধ্বংস করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, সিলেটে মাজার জিয়ারত করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো লোক আসেন। মাজার রোডের রেস্টুরেন্টগুলোর খাবারের মান নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আজ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন, সেনেট্যারি ইন্সপেক্টর বেনু ভুষণ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।