সালমান শাহকে উৎসর্গ করে প্রতীক হাসানের গান
প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু অমর নায়ক সালমান শাহ অভিনীত অনেক সিনেমাতেই গান গেয়েছেন। মিলুর গাওয়া ‘তুমি যেখানেই থাকো’, ‘শুধু একবার শুধু একবার’, ‘চিঠি লিখলাম ও লিখলাম’, ‘আমি যে তোমার প্রেমে পড়েছি’, ‘সাথী তুমি আমার জীবনে’সহ আরো বেশকিছু গান সালমান শাহর লিপে জনপ্রিয়তা পায়। বাবার গাওয়া সেসব গান এখন বিভিন্ন স্টেজ শোতে প্রতীক হাসান নিয়মিত গান দর্শকের অনুরোধে। তবে এবার প্রতীক হাসান বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে তাকে উৎসর্গ করেই একটি গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৯৩ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল সালমান শাহ ও মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। সিনেমাটি মুক্তির মাসেই সালমান শাহকে উৎসর্গ করে এরই মধ্যে একটি গান গেয়েছেন। গানের কথা হলো ‘বস আপনি সালমান শাহ, সব নায়কের বাদশাহ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। গানের সুর-সঙ্গীত করেছেন প্রতীকেরই ছোট ভাই প্রীতম হাসান। গানটি প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, অনেক আগেই প্রীতমের ইচ্ছে ছিল সালমান শাহকে নিয়ে একটি গান করার। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হলো। এপ্রিলে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।