সিলেটে আর্ন্তজাতিক নারী দিবস-২০১৯ উদযাপন

আর্ন্তজাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে সিলেট জেলা পুলিশ বণার্ঢ্য র‌্যালী, আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করে। সকাল ০৯.৩০ ঘটিকায় সিলেট জেলার পুলিশ সুপার জনাব মো: মনিরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে র‌্যালীটি জেলা পুলিশ লাইন্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে জনাব ফাল্গুনী পুরকায়স্থ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ও সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম তার বক্তব্যে আর্ন্তজাতিক নারী দিবসের ইতিহাসসহ এর গুরুত্ব এবং বর্তমানে নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, নারীর অবদান সমাজ, রাষ্ট্র এবং পরিবারে অগ্রগণ্য। কর্মক্ষেত্রে এবং উচ্চ শিক্ষায় নারীদের অদম্য গতিতে এগিয়ে যাওয়াকে তিনি নারীদের ক্ষমতায়নের একটি উদাহরন হিসেবে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে জনাব ফাল্গুনী পুরকায়স্থ সকল ক্ষেত্রে নারীর প্রতি সহনশীল ও সেনসিটিভ আচরন করার জন্য সকলকে অনুরোধ করেন। এছাড়া আলোচনা সভায় নারী সদস্যদের পাশাপাশি সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাহ্বুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব আবুল হাসনাত খান বক্তব্য প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য