আমি নির্বাচন করছি জনগণের খেদমতের জন্য :এস.এম.নুনু মিয়া
মবরুর আহমদ সাজু:
‘মানুষের সুখে-দুঃখে-প্রয়োজনে সহযোগিতা করার চেষ্টা করি। আমার যতটুকু সামর্থ আছে ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই আমার বিশ্বাস, মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দেবেন। আমি নির্বাচন করছি জনগণের খেদমতের জন্য।’ বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি সোমবার এপ্রতিবেদকের সাথে কথা বলেন এস এম নুনু মিয়া। তিনি বলেন, ‘আমরা সবাই শেখ হাসিনার কাজ করি, নৌকার কাজ করি। সেই হিসেবে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সবাই আমাদের নেতা। সবাইকে দিয়ে একসঙ্গে নিয়ে তো নির্বাচন করানো যায় না। নির্বাচন করতে হয় একজনকে। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি চাই সবাইকে নিয়ে নির্বাচনের কাজ করার।’
নির্বাচিত হলে প্রথমে কোন কাজ করবেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত হলে বিশ্বনাথ উপজেলা উন্নয়নে প্রথম যে কাজটি আমি করতে চাই সেটি হলো যোগাযোগের উন্নয়ন। এছাড়া মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, মানুষের চাহিদা বুঝে তার ব্যবস্থা করবো। ব্যক্তিগতভাবে আমি যানজট মুক্ত করা, ময়লা-আবর্জনা নিরসন, নিরাপত্তা প্রদান, যুবকদের নেশা থেকে সরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরি করবো।’ বিগত সময়ে বিশ্বনাথ উপজেলা পরিষদের উন্নয়নের ব্যাপারে নুনু মিয়া বলেন, ‘উন্নয়নের জন্য সরকার বরাদ্দ দিয়েছে। কিন্তু উন্নয়নকাজ যারা দেখভাল করেছেন তারা ছিলেন অদক্ষ।
দলের মনোনয়ন প্রত্যাশীরা তার পক্ষে কাজ করবে কিনা- এ বিষয়ে তিনি বলেন, ‘নৌকা, আওয়ামী লীগ, শেখ হাসিনার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ব্যক্তি নয় বঙ্গবন্ধু, নৌকা, শেখ হাসিনার ব্যাপারে আমাদের ঐক্য রয়েছে। নির্বাচনে কাজের মাধ্যমে এটি প্রমাণ হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নৌকাকে কীভাবে জয়লাভ করানো যায়, জনগণকে কীভাবে খুশি করা যায়, কীভাবে ভোটের উৎসবের মধ্য দিয়ে নৌকার জয় আনা যায় সেজন্য যা যা করা দরকার সব করবো।’