এসএমই পণ্য মেলায় আবৃত্তি পরিবেশনায় মুক্তাক্ষর

নিজস্ব প্রতিবেদক:

এসএমই পণ্যের ব্যাপক পরিচিতি লাভের উদ্যোগ নিয়ে সিলেটে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট নগরীর রিকাবীবারজস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে জেলা শিল্পকলা একাডেমরি আমন্ত্রণে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে। সন্ধ্যা ৬টায় বিমল করের নির্দেশণায় ও তাহিয়া ইসয়াসমিন মীমের উপস্থাপনায় সোমবার কবি সিকান্দর আবু জাফর, হুমায়ুন আজাদ, আল মাহমুদ, দেবেশ ঠাকুর ও বিমল করে কবিতায় আবৃত্তি পরিবেশ করে প্রিয়াশ্রী কর পিউ, হিমেল মাহম্মদ, প্রান্তদাস, আফজাল হোসেন রাফি, আদিত্য বর্মন, পুণম কর পূজা ও রাফিজা।
এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ এবং শিল্পায়নের বিকাশে বাংলার সংস্কৃতি অবহমান ঐতিহ্যকে লালনের আরেক সহযোদ্ধা। এমন মনোমুদ্ধ অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী মুক্তাক্ষরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তাক্ষরের উপদেষ্টা মো. বাবুল মিয়া ও সভাপতি মো. নুরুল আমীন। আগামী সংস্কৃতির লালনে পথ চলায় মুক্তাক্ষরকে স্মরণে পাশে রাখার মননের জয় কামনা করা হয়।

এ বিভাগের অন্যান্য