সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয় আদর্শ মানুষ হতে হবে: সরওয়ার হোসেন

 

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নাগরিকদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা অর্জন করলে হবে না আদর্শ মানুষ হতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে সরকার যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবই করবেন। সরওয়ার হোসেন বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। শনিবার (২ মার্চ) গোলাপগঞ্জ উপজেলার মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলতাব আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক প্রনান্ত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিরুল হক শাহীন, বিশিষ্ট শিক্ষানুরাগী খলকুর রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন অনলাইন প্রবাসী গ্রুপের সহ সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক দেওয়ান মিছবাহ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. কাইয়ুম খান, সাংবাদিক জাকারিয়া তালুকদার, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাছিরুল ইসলাম মঞ্জু, দাউদপুর ইইনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান, প্রবাসী মোছলেহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা তপন দাস, নকুল বাবু, পুরকায়স্ত বাজার বণিক সমিতির সদস্য রেকল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম তুষার।

এ বিভাগের অন্যান্য