সিলেট আখালিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর: আহত ২

 

সিলেট নগরীর আখালিয়া নিয়ারীপাড়াস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজে রাতের আধারে হামলা চালিয়ে প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুট, অফিসকক্ষে প্রবেশ করে প্রয়োজনীয় কাগপত্রাদী এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা প্রতিপক্ষের লোকজন জমি সংক্রান্ত দ্বন্ধের জেরে হামলা চালিয়েছে বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কোতোয়ালী থানার এস আই নুরে আলম সিদ্দিকীসহ একদল পুলিশ। শুক্রবার মধ্যে রাতে এ ঘটনাটি ঘটে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়ারী পাড়া এলাকায় মৌরসী সূত্র স্বত্তাধিকারী আব্দুল হান্নান গং ‘র ভুমিতে শুক্রবার (১মার্চ) মধ্যে রাতে একদল সন্ত্রাসীরা ১৫/২০জন লোক হঠাৎ করে দেশী অন্ত্র দা, লাঠিসোটা নিয়ে প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুটপাট করে পালিয়ে যায়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর রহমান জানান, হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানের হামলা-ভাংচুর ও প্রয়োজনীয় মালামাল লুট করে দিয়েছে তারা। আমাদের প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর এবং ছিনিয়ে নিয়ে যায় পাশাপাশি কলেজের ৪াট কম্পিউটার ,৬টি ইষ্ট ফ্যানসহ নগদ আনুমানিক ২লক্ষ টাকার মতো নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় শিক্ষক আফজাল সাদিক ও নাইট গার্ড সিরাজ মিয়ার আহত হয়েছে বলে জানান। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি। এ বিষয়ে আইডিয়াল স্কুল এন্ড কলেজে চেয়ারম্যান নুর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলচ্ছে।

এ বিষয়ে সিটি ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান বলেন, আমাকে কোতোয়ালী থানার ওসি ফোন দিয়ে বলেছেন আপনার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের কি ঘটনা ঘটেছে তাৎক্ষনিক আমি ঘটনাস্থানে গিয়ে দেখতে পাই যে প্রতিষ্টানের দরজার ভাংচুর এং অফিসকক্ষে বেশ কিছুর জিনিপত্র ভাংচুর‘র দৃশ্য দেখা যায়। তবে এই হামালা জমি সংক্রান্ত দ্বন্ধের জেরে ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে কোতোয়ালী থানা ওসি সেলিম জানান, এ ঘটনার পেয়ে আমার থানার একদল পুলিশ ঘটনারস্থাল পরিদর্শন করেছেন তবে ভাংচুর ও লুটপাটের ঘটনাটি সটিক নয় কিন্তুক জমি দখলের চেষ্টায় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এর পর লিথিত অভিযোগ পেলে তদন্ত করে আইনআনুগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য