শাহজালালে সিলেট থেকে আসা বিমানের জরুরি অবতরণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ইমার্জেন্সি ল্যান্ডিং পারমিশন চান। বিকাল ৪টা ১০ মিনিটে ল্যান্ডিং সমস্যা নিয়ে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও ৬১ যাত্রী নিরাপদে নামতে পেরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

তিনি বলেন, বিমানের ড্যাশ-৮ মডেলের বিজি ৪০২ নম্বর ফ্লাইটটি সিলেট থেকে ঢাকায় আসে। তবে ফ্লাইটি সিলেট বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই পাইলট বিমানের চাকায় কিছুটা ক্রুটি বুঝতে পারেন। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন: সার্কাস দেখাবেন জয়া আহসান (ভিডিও)

তিনি আরো বলেন, বিকাল ৪টা ১০ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়। ক্রুরাও নিরাপদে আছেন। কারো কোনো সমস্যা হয়নি। হ্যাঙ্গারে নিয়ে বিমানটির চাকাটি মেরামতের কাজ চলছে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক জানান, ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা আসার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়। তবে এটি বড় কোনো সমস্যা নয়।

উল্লেখ্য, গত রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে বিমানটি ছাড়ার পর এক যাত্রী অস্ত্রসদৃশ একটি বস্তু নিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীদের নামানোর পর ওই যুবককে ধরতে কমান্ডো অভিযান চালানো হয়। এ সময় গুলিতে মারা যান কথিত ওই বিমান ছিনতাই চেষ্টাকারী। পরে জানা যায়, অস্ত্রটি ছিল খেলনার। তার নাম-পরিচয় জানা গেলেও এ ঘটনার অনেক রহস্য এখনো উদঘাটিত হয়নি।

এ বিভাগের অন্যান্য