বিশ্বনাথে ‘নৌকা’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়ার ‘নৌকা’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের পুরাণ বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা ইয়াসিন আলী, ফিরুজ খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, মহানগর ছাত্রলীগ নেতা সফায়েত খান, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, লিটন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম মিয়া, ছাত্রলীগ নেতা রুবেল মিয়া প্রমুখ।
‘নৌকা’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।