আগুরা সিলেট শাখার বসন্ত বরণ,সবই মেলে সুপারশপে

পলাশ-শিমুলের ডালে ডালে আগুন রাঙা ফুলের সমাহার। সেই সঙ্গে শীতের রুক্ষতা ঝেড়ে ফেলে গাছেরা সেজেছে নতুন সবুজ-সজীব পাতায়। সেই পাতার আড়ালে কোকিলের ব্যাকুল কুহুতান। এই তো বসন্তের আগমনী বারতা। বহু বর্ণে বর্ণিল, আলোক উজ্জ্বল, প্রাণপ্রাচুর্য্যময় সেই ঋতুরাজ বসন্তকে বরণ করতে হূদয়ের সকল উচ্ছ্বলতা ঢেলে দিয়ে বসন্ত এসে গেছে,  বসন্তকে বরণ করে নিতে আগুরা সিলেট শাখার সকল সদস্য রঙ্গিন কাপড় পড়ে বরণ করে নিয়েছেন। বসন্ত বরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন আগুরা সিলেট শাখার ইনচার্জ সাইদুল করিম রেজাসহ আগোরার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বসন্ত উপলক্ষ্যে আগোরায় নির্ধারিত পণ্যে চলছে বিশেষ মূল্য ছাড়। ‘ আগুরা সিলেট শাখার ইনচার্জ সাইদুল করিম রেজা বেলেন বসন্ত ঋতুর সঙ্গে রঙের মেলার সাথে আগুরা সিলেট শাখার, প্রাণের মেলা লেগেছে। যতদিন বাঙালির মধ্যে এই আন্তরিকতা থাকবে, ততোদিন কোন সাম্প্রদায়িকতা আমাদের ছুঁতে পারবে না।’ তিনি বলেন,‘কোনো ক্রেতা আমাদের দোকানে এলে আমরা নিশ্চিত করার চেষ্টা করি যে তাঁরা যা চাইছেন তার সবই যেন তাঁরা এখানে পান। স্বচ্ছতাটা আমাদের ক্রেতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সুবিদবাজারের বাসিন্দা মুক্তা জামান। কেনাকাটা তাঁর নেশা। আগুরা সিলেট শাখা সুপারশপে কেনাকাটা মুক্তার পছন্দ এ জন্যই যে, বসন্ত উৎসবে মেয়েকে নিয়ে আগুরা সিলেট শাখা গেলে নাকাল হতে হয় না। ওকে সঙ্গে নিয়ে আরামেই বাজার করে ফেরা যায়। আবার  আগুরা সিলেট শাখা সুপারশপে জিনিসও মেলে নানান রকমের। ফলে সহজেই সেখান থেকে বেছে নেওয়া যায় নিচের পছন্দমতো পণ্য।

আগুরা সিলেট শাখার ইনচার্জ সাইদুল করিম রেজা আরো বলেন,

নগরজীবনে বাজার করার সহজ সমাধান হয়ে উঠেছে সুপারশপ। আধুনিক বাজার! মাছ থেকে মিষ্টি, চাল থেকে চুলা-সবই মেলে এখানে। পরিচ্ছন্ন পরিবেশে সময় নিয়ে বেছে বেছে কেনাকাটা করা যায় বলে জনপ্রিয়তা বাড়ছে নিয়মিত।

এ বিভাগের অন্যান্য