শেখ হাসিনার প্রতি আস্থা রেখে ‘বিশ্বনাথে নৌকার প্রচারে সবাই একই প্ল্যাটফর্মে’এস.এম.নুনু মিয়া

 

দেশব্যাপী নির্বাচনের হাওয়া বইছে। এই হাওয়া মৃদু থেকে কখনো কখনো ঝড়ো হাওয়ায় পরিণত হচ্ছে। আগামী ১৮ মার্চ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন। নানা কারণে এবারের নির্বাচন বরাবরের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এবার আওয়ামী লীগ তাদের ভিশন বাস্তবায়ন করতে  পুরাতনে আস্থা রেখে নতুন প্রজন্মের  মাঝে  জনপ্রিয় বেশ কয়েকজনকে পুরাতন হেভিওয়টে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেব সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সমবায় ব্যাংক সিলেট জেলার পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী এস.এম.নুনু মিয়া আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী  হয়েছেন ।  নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে এস.এম.নুনু মিয়া সঙ্গে কথা বলেন সিলেটের সময়ের  প্রতিবেদক মবরুর আহমদ সাজু। এ আলাপচারিতার চুম্বক অংশ সিলেটের সময়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

সিলেটের সময় : কেমন চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম?
এস.এম.নুনু মিয়া ::
আলহামদুলিল্লাহ ভালোই চলছে।  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদে আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি । বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে দলের সক্রীয় কর্মী হিসেবে কাজ করতে চাই। মানুষ পরির্বতন চায় আমি সেই পরিবর্তনের সাথে নৌকার কান্ডারী হয়ে উন্নয়ন করতে চাই?

সিলেটের সময় : জনগণ আওয়ামী লীগকে কেন ভোট দেবে?
এস.এম. নুনু মিয়া : গত ১০ বছরের ব্যাপক উন্নয়ন জনগণের জীবনযাত্রার মনেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান, আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং দেশের ভাবমূর্তি উন্নয়নের কারণে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে বলে আমার বিশ্বাস।
সিলেটের সময় : জনপ্রতিনিধি হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
এস.এম. নুনু মিয়া : আমি গ্রামের সন্তান হিসেবে গ্রামের মানুষের সুখ-দুঃখ বুঝি। গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করতে চাই। আমি শতভাগ আশাবাদী। কেননা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, এটা প্রমাণিত। আমি গ্রামের সন্তান। এ হিসেবে মানুষ আমাকে ভালোবাসে।  ভবিষ্যতেও তাদের সেবায় থাকরেত চাই। বিশ্বনাথ উপজেলাবাসীর আগ্রহে প্রার্থী হয়েছি। আমার রাজনীতির আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেত্রী শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগ, প্রতীক নৌকা। এর বাইরে আমার কোন পরিচয় নেই।  আমি নৌকার লোক। তাছাড়াও অনেক পরিকল্পনা আছে পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন করব।

সিলেটের সময় : সু- নির্দিষ্ট কোনো উন্নয়নমূলক কাজের কথা ভেবেছেন কী?
এস.এম. নুনু মিয়া :: আলোকিত বিশ্বনাথ 
অগ্রগতির ভিত্তিতে   সবার আগে  উন্নয়ন করার ইচ্ছে আছে। ‘আমার প্রচারে তিন জেনারেশন একই প্ল্যাটফর্মে’ সবাই কে নিয়ে কাজ করতে চাই। বিশ্বনাথে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান কীভাবে আরো উন্নয়ন করা যায় তার একটি পরিকল্পনা করব।  উপজেলায় কমপ্লিট ডিজিটাল বলতে যা বোঝায় তা করতে চাচ্ছি। এখানকার সকল মানুষকে একটি ডাটাবেজের আওতায় নিয়ে যথাসাধ্য সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিলেটের সময়  : বিশ্বনাথ উপজেলার জনসাধারণের জন্য আপনার বক্তব্য কী?
এস.এম.নুনু মিয়া : 
এই জনপদের সকল লোকজনকে বলতে চাই, নৌকা বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়েছে। নৌকা জাতির পিতার প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। নৌকা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। নৌকা বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাচ্ছে। আশা করছি, আমার অঞ্চলসহ সারা দেশের আপামর জনসাধারণ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা রেখে নৌকার প্রার্থীদের বিজয়ী করবেন ইনশাল্লাহ।

এ বিভাগের অন্যান্য