মহিলা এমপি হলেন শামীমা শাহরিয়ার
সুনামগঞ্জে সংরক্ষিত আসনে মহিলা এমপি মনোনীত হয়েছেন শামীমা শাহরিয়ার। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী।
শুক্রবার রাতে ৪১ জন মহিলা সংসদ সদস্যের যে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ তার ৯ নম্বর ক্রমিকে রয়েছে শামিমার নাম।
শামীমা শাহরিয়ার খানম হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার মরহুম মাস্টার আব্দুল হাই এর কন্যা।
তার শ্বশুরবাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। তিনি জামালগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।