জনসেবা কে আমি ইবাদত মনে করি: নুনু মিয়া
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে গণসংযোগ শুরু করেছেন ‘নৌকা’ প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম নুনু মিয়া।
জানাযায় বিগত কয়েক বছর যাবত রাজনীতির মাঠে তরুণদের মাঝে বেশ আলোচনার প্রিয়মুখ হিসেবে আধিক্য রয়েছে তার । নির্বাচন নিয়ে তিনি বলেন, আপামর জনগনের ভালোবাসাই আমাকে এবারের উপজেলা পরিষদ নির্বাচনরে মাঠে আনতে উদ্বুদ্ধ করেছে ।
তিনি বলেন বিশ্বনাথ উপজেলার মানুষ চায় আমি যেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখি। এখন অপেক্ষা শুধু সঠিক সময়ের। সম্ভাব্য অন্যান্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা শুরুর ব্যাপারে জানতে চাইলে তিনি
জানান, নির্বাচন করা মানুষের গণতান্ত্রিক অধিকার তবে যারা আসতে চান তারা যেন বড় মনমানসিকতা নিয়ে মাঠে নামেন।
যে কেউই প্রার্থীতা চাইতেই পারে বা নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে। এটাই গনতন্ত্রের সৌন্দর্য। আমার সম্পর্ক দীর্ঘ দিন যাবত সাধারণ জনগণের সাথে। জণগণের ভালোবাসা পেয়েই নৌকা প্রার্থী হিসেবে বিজয়ী হব। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমার সবসময় সর্বস্তরের জন সাধারণের সাথে যোগাযোগ রয়েছে। রাজনীতিতে তারুন্যর জয় সর্বদা। নুনু মিয়া বলেন আমার রাজনীতির আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেত্রী শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগ, প্রতীক নৌকা- এর বাইরে আমার কোন পরিচয় বা প্রচারণা নেই। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমি সবাইকে সঙ্গে নিয়েই নৌকার বিজয় ছিনিয়ে আনব। আর নেত্রী যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেন আমি তার হয়েই কাজ করব। আমি নৌকার লোক, মাঝি যেই হোক আমি তার নৌকাতেই উঠব । আমি মনোনয়ন পেলে নেত্রীর আস্থা অটুট রেখে জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব।