নগরীর আম্বরখানায় দিনদুপুরে বাসায় ছুরি

 

স্টাফ রিপোর্টার: নগরীর আম্বরখানা বড় বাজার এলাকার একটি বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে বড় বাজার এলাকার বনানী-১৩৩ নম্বর বাসার ৪ তলার এ ইউনিটের ফ্লাটে এ ঘটনা ঘটে। এসময় নগদ ৫ হাজার ২’শ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন ওই ফ্লাটের ভাড়াটিয়া সমবায় অধিদপ্তরের কর্মকর্তা উম্মে মারিয়া ও সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাবেরা বেগম । পরে রোববার রাত ৮টার দিকে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে।

ওই ফ্লাটের ভাড়াটিয়া সমবায় অধিদপ্তরের কর্মকর্তা উম্মে মারিয়া জানান, সকালে তিনি বাসার দরজা তালা দিয়ে অফিসে চলে যান। এসময় তার সাথে ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাবেরা বেগম।

শিক্ষার্থী সাবেরা বেগম জানান, রোববার তার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিলো। তাই সকালে বাসা তালা মেরে কলেজে চলে যান পরীক্ষা দিতে। পরে পরীক্ষা শেষে বাসায় এসে দেখেন বাসার দরজার তালা ভাঙ্গা । ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন তার রুমের আসবাবপত্র মাটিতে পরে আছে। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়লে পাশের ফ্লাটের ভাড়াটিয়ারা এসে তাদের শান্তনা দেন।

পাশের ইউনিটের ভাড়াটিয়ারা জানান, চতুর চুররা আগে থেকে তাদের ফ্লাটের দরজার ছিটকিরি বন্ধ করে রাখে।

বাসার কেয়ার টেকার কাদির বলেন, আমি এবিষয়ে কিছুই জানি না কারণ আমি রাতে ডিউটি করি। তাছাড়া চুরি হয়েছে দুপুরে, এসময় আমি সেখানে ছিলাম না।

রাত ৮টার দিকে ঘটনাস্থে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবরের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান- এসমপি পুলিশের উপপুলিশ কমিশনার জেদান আল মুসা।

এ বিভাগের অন্যান্য