বিশাল বিজয় বাংলার জনগণের: প্রধানমন্ত্রী
ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের বিশাল বিজয় বাংলার আপামর জনগণের। এবারই দীর্ঘদিন পর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তারা আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।
শনিবার বিকেল ৪টা ৩৬ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিশাল বিজয় সমাবেশে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জনগণ এবার নৌকার পক্ষে রায় দিয়েছেন। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। নিজেদের ভাগ্য গড়ার পক্ষে রায় দিয়েছেন।’