নতুন চ্যালেঞ্জ নিয়ে,মাঠে নামছে সিলেট সিক্সার্স

 

ডেস্ক নিউজ: বিপিএলের ষষ্ট আসরের ধামাকা শুরু হয়েছে গতকাল। হোম অব ক্রিকেট মিরপুরে নতুন ‘চ্যালেঞ্জ’ নিয়ে আজ মাঠে নামছে সুরমা পারের দল সিলেট সিক্সার্স। রাজধানী ঢাকা থেকে ২৩৪ কিলোমিটার দূরের শহর সিলেটে ছড়িয়ে পরেছে বিপিএল উন্মাদনা। তারকায় ঠাসা ফ্র্যাঞ্চাইজি দলের নান্দনিক ব্যাটিং, বোলিং আর দুর্দান্ত পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন সিলেটবাসী। ২২ গজের ক্রিকেটে আজ সিলেট সিক্সার্সের প্রথম প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচের প্রত্যাশা নিয়ে জানতে চাইলে সিলেটে সিক্সার্স এর সিইও ইয়াসির ওবায়েদ জানান- ‘আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ জেতা এবং শেষ পর্যন্ত এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সে জন্য সিলেটবাসীর দোয়া, সাপোর্ট অবশ্যই কামনা করছি। ওয়ার্নার প্রসঙ্গে বলেন, ‘সে (ওয়ার্নার) একজন অভিজ্ঞ ক্রিকেটার, যে চাপ সামলে দলকে এগিয়ে নিতে পারবে এবং আমরা আনন্দিত তাকে ড্রেসিংরুমে পেয়ে।’ ইতিমধ্য ডেভিড ওয়ার্নারকে দলে টেনে এবারের বিপিএলের বড় চমক দেখিয়েছে সিলেট সিক্সার্স। অসি অপেনারের সঙ্গী লিটন দাস, আন্দ্রে ফ্লেচার আর নিকোলাস পুরাণ। বোলিংয়ে বেশ কয়েকটা ভারী নাম আছে সিক্সার্সের। গুলদিব নাইব আর পাকিস্তানের সোহেল তানভীরের সাথে সঙ্গী হয়েছেন সাউথ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।অপরদিকে দ্বিতীয় বিদেশি হিসেবে সিলেটে যোগ দেয়া নেপালের তরুণ লেগস্পিনার সন্দিপ লামিচানেও ধীরে ধীরে টি-টোয়েন্টির জায়ান্ট হয়ে উঠছেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এন্ড নেভিসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।ব্যালেন্স দল নিয়েও গেল বারের অভিজ্ঞতা মোটেও ভালো নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাই এবার ভেবে-চিন্তে দল সাজিয়েছে ওরা। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ সাথে টপ অর্ডারের ভরসা তামিম আর এভিন লুইস। বাকিটা সামালতে প্রস্তুত শহিদ আফ্রিদি, শোয়েব মালিক আর থিসেরা পেরেরা।সব মিলিয়ে আজকের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় সিলেটবাসী। তাদের প্রত্যাশাকে পরিপূর্ণতা দিতে কতটা প্রস্তুত টিম সিলেট সিক্সার্স তাঁর উত্তর মিলবে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে।

এ বিভাগের অন্যান্য