সিলেটের ১৯ আসনে যারা বিজয়ী

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৭টি আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সিলেট-২ ও মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল রাতে ঘোষণা করা হয়।
সিলেট-১ আসনে ২১৫ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ড. এ কে আবদুল মোমেন পেয়েছেন ৩ লাখ ১ হাজার ২ ভোট ও বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১১৯ ভোট।

সিলেট-২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরামের মুকাব্বির খান মোট ১২৭ কেন্দ্রে ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান পেয়েছেন ৩০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন। এছাড়া বর্তমান সাংসদ জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৮ ভোট।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৬৫ ভোট।

সিলেট-৪ আসনে ১৫৩ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ ২ লাখ ২৪ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী বিএনপির দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯৩ হাজার ৪১৮ ভোট।
সিলেট-৫ আসনের ১৫৮টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ১ লাখ ৪৩ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ প্রতীকের মাওলানা ওবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৮৫ হাজার ৫৯২ ভোট।

সিলেট-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২ লাখ ৬৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৩১ ভোট।
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন নৌকা প্রতীকে ২ লাখ ৬৫ হাজার ৯২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী নজির হোসেন পেয়েছেন ৭২ হাজার ৫শ ৩৭ ভোট।

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের জয়া সেন গুপ্তা নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৬৭ হাজার ২৮৭ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী এমএ মান্নান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা পেয়েছেন ৫১ হাজার ৪৭ ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে মহজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ লাঙল প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির ফজলুল হক আসপিয়া পেয়েছেন ৬৯ হাজার ৭৪৯ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনের একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। ১৫৯ কেন্দ্রের মধ্যে ১৫৮ কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী মুহিবুর রহমান মানিক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।

মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির নাসির উদ্দিন মিঠু পেয়েছেন ৬৫ হাজার ৮১৪ ভোট।
মৌলভীবাজার-২ আসনে জয় পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর। ধানের শীষ নিয়ে তিনি পেয়েছেন ৭৮ হাজার ৫৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মহাজোটের এমএম শাহীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৬৩৬ ভোট।
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নেছার আহমদ পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির নাসের রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯৫ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুশ শহীদ পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মুজিবুর রহমান পেয়েছেন ৯৩ হাজার ২৯৫ ভোট।
হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী ১ লাখ ৫৮ হাজার ১শত ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়া পেয়েছেন ৮৫ হাজার ১শ ৯৭ ভোট।
হবিগঞ্জ-২ আসনে ১৪৯ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মজিদ খান পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল বাছিত আজাদ পেয়েছেন ৬ হাজার ৫২ ভোট।
হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আবু জাহির পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির জি কে গউস পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট।
হবিগঞ্জ-৪ আসনে ৩ লাখ ৬ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় ঐক্যফন্টের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির পেয়েছেন ৪৫ হাজার ১৫১ ভোট।

এ বিভাগের অন্যান্য