সিলেট-৫ আসনে ধানের শীষের জনসভায় আসছেন আল্লামা ক্বাসেমী
২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সর্বশেষ নির্বাচনী জনসভায় আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতের আমীর শায়খুল হাদীস আল্লামা নুর হোসাইন ক্বাসেমী।
তিনি বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ধানের শীষের সমর্থনে আয়োজিত যথাক্রমে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা সদরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
জকিগঞ্জ উপজেলা সদরের জনসভায় বিকাল ৪টা এবং কানাইঘাট উপজেলা সদরে জনসভায় সন্ধ্যা ৭টার সময় জাতীয় এ নেতা ধানের শীষের বিজয় ত্বরানীত্ব করতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে সিলেট-৫ আসনে ধানের শীষের নির্বাচন উপলক্ষ্যে জেলা ও মহানগর জমিয়ত গঠিত মিডিয়া ও প্রচার সেলের দায়িত্বশীল মাওলানা শাহিদ হাতিমী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।