বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল আটক

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল আহাদ খান জামালের পরিবারের সদস্যরা। তারা জানান- আব্দুল আহাদ খান জামাল অন্য নেতাকর্মীদের সাথে জিন্দাবাজারের একটি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বের হন। এরপরই সাদাপোশাকে পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে।

এ ব্যপারে সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়ার সাথে মুঠোফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

এ বিভাগের অন্যান্য