সাহস থাকলে ড. কামাল ঐক্যফ্রন্ট থেকে পদত্যাগ করুক : কাদের

ডেস্ক:সাহস থাকলে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব থেকে পদত্যাগ করে দেখাক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী প্রচারণার এক পথসভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সিইসি কেনো,সাহস থাকলে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব থেকে পদত্যাগ করে দেখাক।’

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের ১০ শীর্ষ নেতা। ওই বৈঠকে ড. কামাল হোসেনের সঙ্গে সিইসি কে এম নুরুল হুদার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে সিইসির আচরণে ‘পক্ষপাতিত্ব ও অভদ্রতার’ অভিযোগ তুলে বৈঠক থেকে বেরিয়ে যান ঐক্যফ্রন্ট নেতারা।

এরপর রাতে ঐক্যফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসির পদত্যাগ দাবি করে বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন তো নয়ই, নিরপেক্ষ আচরণও আশা করা যায় না।’-আমাদেরসময়

এ বিভাগের অন্যান্য