নৌকার পালে বিজয় তুলতে কামরান গণসংযোগে ব্যস্ত সময়পার করছেন
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বিগত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট দিতে সকলকে আহবান জানান।
তিনি বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তিনি নৌকার পক্ষে ভোট চান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেনের সমর্থনে মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর বন্দরবাজার গণসংযোগ শুরু করে জেলরোড, ধোপাদিঘীরপার, লালদিঘীরপাড়, মহাজনপট্টি পর্যন্ত গণসংযোগ শেষে রংমহল টাওয়ারের সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জুবের খান, তপন মিত্র, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এ্যাড. রঞ্জিত সরকার, ডা. আরমান আহমদ শিপলু, যুবনেতা মুশফিক জায়গিরদার, দেওয়ান মুরাদ, এ্যাড. বিজয় কুমার দেব, রুহুল মালিক ছুটন, মুরাদ আহমদ মুরন, বেলাল খান, বদরুল হোসেন কামরান, গোলাম হাসান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াছি দিনার, আব্দুল বাসিত রুম্মান, শাহিন আহমদ, রানা আহমদ শিপলু, সাইদুল ইসলাম, শহিদ আকিল অপু, আলী হোসেন আলম, রাজেশ সরকার, সাদিকুর রহমান,নজির হোসেন লাহিন, জুনেল আহমদ, দেলোয়ার হোসেন দিলাল, সাইফুর রহমান, ছালেক আহমদ, ফারহান হোসেন, কাওছার আহমদ, নিজাম উদ্দিন, আলিম উদ্দিন সুমন, আলমগীর আনছারি, জামিল হোসাইন,এস আর ইজদানি, শেখ ফুরকান, সালমান আহমদ প্রমুখ।