রিয়াদে ড, মোমেন এর নৌকার সমর্থনে প্রবাসীদের প্রচার মিছিল গনসংযোগ
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশীরা সিলেট -১ আসনে মহাজোটের প্রার্থী ড,এ কে আব্দুল মোমেন এর সমর্থনে প্রচার মিছিল করেছেন।শুক্রবার রাতে তারা রিয়াদে বাংলাদেশী অধ্যুসিত এলাকা হাই আল ওজারাত (হারায়) শত শত প্রবাসী সিলেটিরা ড,মোমেন এর ছবি সম্বলিত নৌকার পোষ্টার হাতে নিয়ে সতস্ফুর্তভাবে এ মিছিলে অংশগ্রহন করেন। এতে নেতৃত্ব দেন প্রবাসী আওয়ামীলীগ নেতা মজলু মিয়া, বাবুল মিয়া, আছলম মিয়া, আনজুমানে আল ইসলাহ রিয়াদের সভাপতি মাওলানা আব্দুল আহাদ, বছল খাঁন, আবু বকর। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিয়াদ আল ইসলাহ’র সভাপতি আব্দুল আহাদ বলেন- বিগত দশ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে যে ব্যাপক উন্নয়ন করেছে তা বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে দাড়িয়েছে।বিশ্বজুড়ে বাংলাদেশের মানমর্যাদা বৃদ্ধি পেয়েছে, মসজিদ মাদরাসা ও ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার যেভাবে সহযোগিতা করেছে তা কোন সরকার করেনি। আলেম উলামাদের শত বছরের প্রাণের দাবী মাদরাসা শিক্ষার উন্নয়নের জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা প্রদানের স্বীকৃতি প্রদান করে সরকার ঐতিহাসিক নজির স্থাপন করেছে। এসব উন্নয়ন,দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সিলেট-১আসনে মহাজোট মনোনীত প্রার্থী সবেক কুটনৈতিক,প্রবাসীদের পরম বন্ধু,সৌদী আরব ও জাতি সংঘের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদুত,ড এ কে আব্দুল মোমেন কে নৌকা মার্কায়, অন্যান্য আসনে ও মহাজোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য রিয়াদ প্রবাসীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
সভায় প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াদ আল ইসলাহ’র উপদেষ্টা আব্দুশ শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওলীউর রহমান মানিক, যুবলীগ নেতা আব্দুল আজিজ, জাহেদ আহমদ, আল ইসলাহ নেতা আল আমীন, মুহিবুর রহমান, মাখন মিয়া ফয়জুর রহমান প্রমূখ।