বলিউড অভিনেতা আরমান কোহলি গ্রেপ্তার
গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। বাড়িতে বেআইনিভাবে মদের বোতল মজুত রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের জুহুতে তার বাংলোতে অভিযান চালায় পুলিশ। সেখানে মোট ৪০টি মদের বোতল উদ্ধার হয়। আইন অনুযায়ী, একসঙ্গে ১২ ইউনিটের বেশি মদ একমাসের বেশি বাড়িতে রাখা যায় না। একসঙ্গে কেবলমাত্র দু’টি মদের বোতলই রাখা যেতে পারে। এই নিয়মটি ভেঙেছেন আরমান কোহলি। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেতা।