৩ বিএনপি নেতার বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়লেন রেজা
নবীগঞ্জে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিএনপির তিননেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে তাদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কান্নায় ভেঙ্গে পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া।
গ্রেপ্তরকৃতরা হলেন- আউশকান্দি ইউনিয়ন যুবদল নেতা রুহেল, ইউপি মেম্বার আলম এবং করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন।
ড. রেজা কিবরিয়া বলেন, পুলিশ রাত ২টা থেকে আড়াইটার দিকে ট্রাকভর্তি করে এসে তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাদের দোষ ছিল তারা আমার সঙ্গে দেখা করেছিল। আওয়ামী লীগ মনে করছে এগুলো করে জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু তারা বুঝতে পারছে না তাদের জনপ্রিয়তা কত কমে গেছে। জনগণ তাদের ওপর কতটা ক্ষিপ্ত।