প্রধানমন্ত্রীর আগমনে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বিশাল মিছিল

 

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমণ উপলক্ষ্যে শুক্রবার বেলা ৩টায় কলেজ ক্যাম্পাস থেকে এক স্বাগত মিছিল বের করা হয়। স্বাগত মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর নির্বাচন জনসভাস্থলে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মদন মোহন কলেজ ছাত্র সংসদের জিএস মহানগর আওয়ামীলীগ নেতা বিধান সাহা বলেন, বিগত ১০ বছর সারাদেশের পাশাপাশি সিলেটবাসীকে জননেত্রী শেখ হাসিনা যে উপহার দিয়েছেন তার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতে সবাইকে পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটে নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ত্বরান্বিত করতে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় দলে দলে যোগদান করতে উদাত্ত আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেন, সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোস্তফা দিলোয়ার আল আজহার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মন্টু কুমার পাল মিন্টু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তজম্মুল আলী, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য মুজিব আহমদ মেম্বার, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য রুমেল আহমদ, সাবেক ছাত্রনেতা মাছুম আহমদ, জুয়েল আহমদ, জয় সেন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ আলী আশরাফ সোহেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশীদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক টিপু দত্ত পুরকায়স্থ, মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম সম্পাদক বিদ্যুৎ ভূষণ দেব, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব দেব, জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রনেতা গোবিন্দ দাস, জেলা তাতী লীগের আহ্বায়ক আলমগীর হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক ইলিয়াছী দিনার, সাবেক বিভাগীয় উপ সম্পাদক বিপ্লব দাস, কানাইঘাট পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন হারিছ, সাবেক ছাত্রনেতা মিলাদ হোসেন, ছাত্রলীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শহীদ আকিব অপু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য