নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : এম এ মান্নান
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন- আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। তা বিশ^বাসী দেখে শেখ হাসিনাকে মানবতার জননী হিসাবে উপাধী দিয়েছে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে স্বাধীনতার পক্ষে মনে প্রাণে নৌকাকে ভালবেসে ভোট দিন।
তিনি বলেন আসন্ন ৩০ তারিখের নির্বাচনে নৌকা বিজয়ী হলে এদেশের মানুষের জীবন মান উন্নতি হবে। আগামী দিনে বাংলাদেশকে আর পিছনে ফিরে থাকাতে হবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বিশে^র বুকে একটি উন্নয়নশীল দেশে পরিনত হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে আমরিয়া,কাবিলাখাই ও বুড়–মপুর গ্রামবাসীর উদ্যাগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুড়–মপুর গ্রামের প্রবীন মুরুব্বী মো. এখলাছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি আলী শাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো, আতাউর রহমান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান মো. রফিক খাঁন,জেলা পরিষদ সদস্য মো.জহিরুল ইসলাম,উপজেলা যুবলীগ সভাপতি বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, রিপন তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার,উপজেলা যুবলীগ সদস্য সেলিম রেজা, আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া, আওয়ামী লীগ নেতা শাহজাহান আয়না মিয়া,আমরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মো.ইব্রাহিম,আমরিয়া গ্রামের মুরুব্বী ইখতিয়ার হোসেন লেছু মিয়া, মিরাজ উদ্দিন,ইমরুল হক,কাবিলাখাই গ্রামের বশির মিয়া,বুড়–মপুর গ্রামের আব্দুল মজিদ, মাওলানা আব্দুল খালিক,দগরাপাশা ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক আবু খালেদ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজিদ চৌধুরী ইয়াওর প্রমুখ।