অচীন পাখির গল্প :মোঃ মিজাহারুল ইসলাম
এক পৃথিবী আঁধার নামে সূর্যের ঘুম আসায়,
আঁধার নামে সবুজ গ্রামে ছোট্ট পাখির বাসায়।
ছোট্ট বাসার অচীন পাখি ডাকছে কাছে এসে,
রাত্রি জাগা গল্প হবে বলল হেসে হেসে।
আঁধার রাতে গল্প হবে তাকাই পাখির পানে,
কিচিরমিচির বলছে কি যে সেই জানে তার মানে।
পাখির সাথে গল্প করি পুকুর ধারে বসে,
ঝোপের তলে পুকুর জলে হাসনা হেনা ভাসে।
হাসনা দলে চাঁদ ভেসেছে হাসছে জলের ফুল,
ফুলের মুখে জোছনা হাসি চাঁদের সমতুল।
জোছনা জলে জোছনা স্থলে ভাসছে পুকুরকূল,
জোছনা ধারায় তন্দ্রা হারা বিশ্ব প্রাণীকুল।
এমন সময় বলল পাখি আজকে তবে আসি,
রাত্রি কালো ভোর করে ফর্সা হল নিশী।
মোয়াজ্জিনের আযান শোনে সূর্য উঠে পূবে,
আঁধার রাতের গল্পগুলো আঁধারে যায় ডুবে।