শান্তি বাড়ি:মো. মিজাহারুল ইসলাম

 

বিলে যাব ধরবে জোঁক,
রক্ত চুষে গিলবে ঢোঁক।

হাটে যাব হাটে লোক,
সুযোগ খোঁজে হাজার চোখ।

উড়ব নাকি আকাশ নীল,
বিপদ সেথা শকুন চিল।

চরে যাব ডুববে চর,
ডুবে ভাসে তাসের ঘর।

শান্ত বিকাল নদীর তীর,
বাড়ছে সেথা ঢেউয়ের ভীর।

বনে যাব- উজাড় বন!
পুড়ছে বন চলছে দহন।

শান্তি খুঁজি পাহাড় বুক,
ঝর্ণা হয়ে ঝরছে দুখ।

বিত্ত বৈভব সভ্য নগর,
সভ্যতা নেই কষ্ট সাগর।

শান্তি বাড়ি মাঠের পর,
আগুন ফুঁকে ঘূর্ণি ঝড়।

ধর্ম খোঁজি শান্তি কই?
রক্ত মাখা ধর্ম বই।

শান্তি খোঁজি চাচ্ছি খুব,
শান্তি কোথায় দিছে ডুব?

শান্তি তবে অলিক পুস্প,
অলিক পুড়ে মিথ্যা বাষ্প।

 

এ বিভাগের অন্যান্য