সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেটে মহাজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল নিয়ে মঙ্গলবার রাতে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নির্বাচনে প্রার্থী বড় কথা নয়, এটি আমাদের আদর্শ ও অস্তিত্বের নির্বাচন। আদর্শিক শক্তির মাধ্যমে সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে এখন একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শাক্তি, অপরদিকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদের মদদদাতা দেশবিরোধি অপশক্তিরা ঐক্যবদ্ধ হয়েছে। এমন পরিস্থিতিতে দেশপ্রেমিক কোন ব্যক্তি বা সংগঠন নিরবে ঘরে বসে থাকতে পারে না।
রাজনৈতিক অস্তিত্বের এই চ্যালেঞ্জে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে করার আহ্বান জানান বক্তারা।
সিলেটে মহাজোটের সমন্বয়ক বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জাতিসংঘস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেট সভাপতি আবুল হোসেন, আলহাজ কলমদর আলী, সিকন্দর আলী, জাসদ সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, এডহক কমিটির সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা মো. আব্দুল হান্নান, সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এনামুল হক এনাম, জেলা ন্যাপের ভারপ্রাপ্ত সাধঅরণ সম্পাদক এমএ মতিন, যুব সংহতি সিলেট মহানগরীর সভাপতি মো. সুফিয়ান খান, গণতন্ত্রী পার্টি নেতা মো. আজিজুর রহমান খোকন, মো. ওলিউর রহমান, ওয়ার্কার্স পার্টি নেতা ইন্দ্রানি সেন শম্পা, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বরকত আলী প্রমুখ।