মাঝি:মো.মিজাহারুল ইসলাম

আঁধার নামে নদীর বুকে উথাল পাতাল ঢেউ,
আবছা আলোয় হাঁক ছেড়েছে নৌকা বেয়ে কেউ।

নদীর বুকে ঢেউয়ের মুখে একরোখা এক নেয়ে,
শক্ত হাতে হাল ধরে সে যাচ্ছে উজান বেয়ে।

উজান নায়ে উজান বেয়ে উজানে দেয় পাড়ি,
ঢেউগুলো তার নায়ে পিষে অকূল পাথার ছাড়ি।

মেঘের মুখে রঙ লাগিয়ে সূর্য হারায় কূল,
ঝড় উঠেছে জল ফোলেছে কাপঁছিল মাস্তুল।

মেঘের কূলে নিনাদ তোলে বিজলী দেখায় পথ,
অকূল পাথার দিবে পাড়ি করলো মাঝি শপথ।

ঝঞ্জা ঝড়ে পাঞ্জা লড়ে নৌকা যখন তীরে,
নিশী কেটে আঁধার পাটে সূর্যের হাসি ফিরে।

গগন পবন নাচছিল সব হাসছিল খিলখিল,
শ্রেষ্ঠ মাঝি কন্ঠে শ্লোগান হচ্ছেছিল মিছিল।

এমন মাঝিই আবার আসুক নৌকায় উঠুক পাল,
এই মাঝিতেই ভরসা রাখি যাক তবে দিনকাল।

 

এ বিভাগের অন্যান্য