সিলেট ৪ আসনে মনোনয়ন পেলেন জামান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয় থেকে এডভোকেট সামসুজ্জামান জামানকে মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন দলের মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাকে মনোননয়ন দেয়ার জন্য সিলেট ৪ আসন জুড়ে বইছে আনন্দের বন্যা,দলীয়নেতৃবৃন্দ বলেন,জামান একজন সৎ ও তরুণদের আদর্শবান রাজনীবিদ তাকে মনোননয়ন দেয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদাজিয়া তারেক রহমান কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এড.জামান কে নিয়ে এবার সবাই স্বপ্ন দেখতে শুরু করেছেন সংসদের বলে জানিয়েছেন উৎসুক জনতা