সিলেটে এসে মাজার জিয়ারত করলেন নৌকার নয়া মাঝি:ড.মোমেন

জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেছেন,  সিলেট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। নৌকা উন্নয়নের প্রতীক। উন্নয়নের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এ সরকার কাজ করে। তাই উন্নয়নের স্বার্থে তরুণ প্রজন্ম নৌকায় ভোট দেবেন।মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে সিলেট হযরত শাহজালাল (র.) মজারে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১৪টা ৩০ মিনিটে তিনি ঢাকা থেকে বিমান যোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। পরে তিনি সেখানে থেকে সিলেট হযরত শাহজালাল (র.) মজার জিয়ারতে যান।এসময় তিনি বলেন, যদিও আমরা সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়েছি তারপরও আমাদের দলে কোন কোন্দল নেই। নির্বাচনে জয় পরাজয় থাকে। এটা কখনোই কোন বড় ঘটনা হতে পারে না। দল ঐক্যবদ্ধ হয়েই কাজ করছে। তার বড় প্রমাণ আজ দলের সকল নেতৃবৃন্দ আমার সঙ্গে আছেন।তিনি আরো বলেন, আমরা যদি নির্বাচিত হই তাহলে একটি উন্নত,আধুনিক ও একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলবো। যা হবে সত্যিকারের সোনার বাংলা। এখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।দুপুরে মাজার জিয়ারত শেষে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তাঁর সাথে ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, রূপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল মোমেন, মোমেনের বড়বোন জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
এ বিভাগের অন্যান্য