স্বপ্ন তরুণ চোখে : মো. মিজাহারুল ইসলাম

 

জাগছে তরুণ অরুণ যুবা ধরবে যুগের হাল,
দেখবে স্বপন গগন ছাড়ি টুঁটবে গ্রহণ কাল

আসুক বাঁধা নিত্য ধাঁধা বিঁধুক বুকে তীর,
চোখ রাঙিয়ে বুক পাতিবে তরুণ যুবা বীর।

ছুটবে তরুণ দৃপ্ত চরণ কাঁপবে পাহাড় বন,
দেখবে তরুণ কাঁপছে করুণ হাসবে নিরঞ্জন।

সত্য চরণ করবে ধারণ স্বপ্ন তরুণ চোখে।
মিথ্যা কথন নিত্য পতন করবে ধরার বুকে।

দৈন্য মানব দৈত্য দানব চুপটি মেরে রবে,
সত্য রথে সওয়ার হয়ে খোদার আরশ ছুঁবে।

তরুণ প্রাণের দারুণ ছোঁয়ায় কষ্টেরা সব হাসবে,
স্নিগ্ধ কোমল আলোর বানে বাষ্প হয়ে ভাসবে।

 

এ বিভাগের অন্যান্য