আজকের তরুণ প্রজন্মরাই আগামি দিনের রাষ্ট্রনায়ক : প্রতি মন্ত্রী এম.এ মান্নান
সিলেটে সাত রোটার্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন:
সিলেটে সাত রোটার্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম.এ মান্নান এম এ মান্নান বলেছেন আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। বাংলাদেশের তরুণ সমাজের সচেতন ভূমিকা আজকের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্জনের সম্ভাবনার দিক দিয়ে বাংলাদেশ বর্তমানে বেশ প্রতিশ্রুতিশীল গতিপথ ধরে এগোচ্ছে। সামাজিক উন্নয়ন সরাসরি আর্থিক সমৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। একই সঙ্গে আবার অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে নৈতিক সমন্বয় এবং সাংস্কৃতিক সামঞ্জস্যের ও জড়িত।মন্ত্রী বলেন বাংলাদেশের সীমিত ভূমি এবং স্বল্প প্রাকৃতিক সম্পদের পরিপ্রেক্ষিতে আমাদের বিপুলসংখ্যক তরুণ প্রজন্ম বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। রোটারী জেলা ৩২৮২-বাংলাদেশ সিলেট অঞ্চলের জালালাবাদ রোটারী ক্লাবের অধিনস্থ সাতটি রোটার্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠান ”রেইনবো-১৮”রোটারেক্টরপি.পি. সাইদুল করিম রেজার পরিচালনায় ও রোটারিয়ান মাসুদ আহমেদ চৌধুরী সভাপতিত্বে গতশনিবার সিলেট জেলাপরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সমপন্ন হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি ড.মনজুরুলহক চৌধুরী, রোটারিয়ান ইমামুজ্জামান শামীম চৌধুরী(ডিআরসিসি,আর.আই.ডি-৩২৮২,বাংলাদেশ), রোটারিয়ান রাহাত তরফদার (সাবেক সভাপতি,রোটারী ক্লাব অব সিলেট রয়েলস), রোটারিয়ান তানবির আহমেদ চৌধুরী (সেক্রেটারী,রোটারীক্লাব অব জালালাবাদ), রোটারিয়ান হাবিব আল নূর(রোটারীক্লাব অবজালালাবাদ),পিডি আর আর মোহাম্মদ সাজ্জাদ, ডি আর আর নাফিসুল আলমসহ উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের প্রথমেই পরিচয় করিয়ে দেন রোটার্যাক্টরপি.পি. কৃপালী চৌধুরী রাহুল (এডিআরআর,আর.আই.ডি-৩২৮২,বাংলাদেশ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারিয়ান মাসুদ আহমেদ চৌধুরী ( সভাপতি, রোটারীক্লাব অব জালালাবাদ ও সহসভাপতি, সিলেট চেম্বার অফ কমার্স)। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।