সিলেটে এনা পরিবহনের বাস খাদে, নিহত ২

সিলেটে এনা পরিবহনের বাস খাদে

সিলেটের ওসমানীনগরে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও আটজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি।ওসি মামুন বলেন, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।দুর্ঘটনার পর পরই বাস চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যাত্রীরা ।

এ বিভাগের অন্যান্য