পরিবহন ধর্মঘট: সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগে যাত্রীরা

পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগে যাত্রীরা

মবরুর আহমদ সাজু:

পরবিহন র্ধমঘটরে নামে সড়কে কারণে ভয়াবহ দূর্ভোগের মধ্যে পড়ছেন সিলেটে সাধারণ মানুষ। রিকশা ছাড়া নগরীতে কোনো যানবাহনই চলাচল করতে দিচ্ছে না পরবিহন শ্রমকিরা। চলছে না দূর পাল্লার কোনো পরবিহনও। সড়কে গণপরবিহন না থাকায় সপ্তাহর প্রথম র্কমদবিসে র্কমস্থলগামী চাকরীজীবার পড়ছেনে চরম র্দুভোগে। সকাল থেকে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় বৃষ্টির মধ্যইে সাধারণ মানুষকে চরম র্দুভােগ পোহাতে হচ্ছে। রোববার সকাল থেেক নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দখো গেেছ শত শত মানুষ যানবাহন না পেয়ে চরম র্দুভোগের মধ্যে রয়ছেনে। কোথাও কোনো গণপরবিহন চালাতে দিচ্ছে না শ্রমকিরা। সিএনজি অটোরকিশা চলাচলে ও বাধা দিচ্ছে। অনকেকে র্দীঘ পথ পায়ে হেটে র্কমস্থলে কংিবা গন্তেব্য যেতে দখো গেছে।‘সড়ক পরিবহন আইন -২০১৮’ এর সংশোধনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে টানা ৪৮ ঘন্টার এ কর্মবিতরতির কারনে সিলেটে শুরু হয় সকাল ৬টা থেকে। দক্ষিণ সুরমার কদমতলীতে দেখা গেছে, গাড়ির জন্য অপেক্ষায় রয়েছে অনেক যাত্রী। তারা গাড়ি না পেয়ে গন্তব্যে যেতে পারছেন না। সিলেটের কদমতলী ও কুমারগাও বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতির প্রথম দিনে রোববার ( ২৮ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার কোন বাস না ছাড়াই বিপাকে পড়েছেন যাত্রীরা। ভোর থেকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ কোনো বাস টার্মিনাল থেকে কোনধরনের বাস ছেড়ে যায়নি। এছাড়া নগরীতে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস সহ ছোটখাটো যান চলাচলও ছিল সীমিত। এতে দূরপাল্লার যাত্রীদের মতো ভোগান্তিতে পড়েছেন অফিস, স্কুলকলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতকারী যাত্রীরা। সরজমিনে বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীরা বাস টার্মিনাল গুলোতে গেলেও ফিরে আসতে হয়েছে বাস না পেয়ে। এদিকে বাসের সাথে সাথে নগরীতে পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানও চলাচল করতে দেখা যায়নি। অন্যদিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সিলেট রেলওয়ে স্টেশনে। বাস টার্মিনাল থেকে ফেরা যাত্রীরা ছুটছেন রেলপথে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ শামসুল হক মানিক জানান, সকল পরিবহন মালিক শ্রমিকরা স্বতঃস্ফূর্ত হয়ে কর্মবিরতি পালন করছেন। শান্তিপূর্ণ কর্মবিরতিতে কোনোরকম পিকেটিং ছিল না। সরকার তাদের দাবি মেনে নেবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহন আইনের বেশকিছু ধারা সংশোধনের দাবিতে বেশ কয়েকবার কর্মসূচি পালন হয়েছে। গত ২০ অক্টোবর সিলেটে অর্ধদিবস কর্মবিরতিও পালন করেছেন পরিবহন শ্রমিকরা।

এ বিভাগের অন্যান্য