এখনো দাম কমেনি শীতের সবজির
সপ্তাহজুড়ে রাজধানীর ঠা-া আবহাওয়া জানান দিচ্ছে শীতের উপস্থিতি। তবে শীতের সবজি পাওয়া যাচ্ছে প্রায় ২ মাস ধরে। তবে এ মৌসুমে বাড়তি দামেই বিক্রি হচ্ছে এসব সবজি। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল ও পলাশী বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
বাজার ও মানভেদে একই সবজি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। দেখা যায় শিম, টমাটো, গাজর, পালংশাক, ফুলকপি, বাঁধাকপিসহ বেশকিছু সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। টমাটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন কিছুদিন পর দেশি টমাটো বাজারে এলে দাম কমবে।
এছাড়া ছোট সাইজের ফুলকপি ৪০ থেকে ৫০, বড় সাইজের ফুলকপি ৬০ থেকে ৭০, বাঁধাকপি ৩০ থেকে ৩৫, শিম ১০০, গাজর ১০০ থেকে ১২০ এবং পাইকারি বাজারে পালংশাক ১০ থেকে ১৫ টাকা (আঁটি) দরে বিক্রি হতে দেখা যায়। আগাম পণ্য বিক্রির বিষয়ে কাওরান বাজারের ব্যবসায়ী ইসমাঈল হোসেন জানান, এখন সব সবজি হাইব্রিড থাকায় মৌসুম ছাড়াও চাষ করা যায়। কিন্তু এগুলোর উৎপাদন খরচ বেশি। ফলন বেশি না হওয়ায় দাম বেশি থাকে। তবে বেশিরভাগ সবজিই পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।
ডিমের দামও রয়েছে আগের সপ্তাহের মতোই। বেশিরভাগ খুচরা দোকানে ৩৮ টাকা হালি বা সাড়ে ৯ টাকা পিস দরে বিক্রি হচ্ছে ডিম। পাইকারি বাজারে ডজন ১০৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে সপ্তাহের ব্যবধানে দামে তেমন পার্থক্য পাওয়া যায়নি। মোটা গুটি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। এছাড়া পাইজাম ৪৩, মিনিকেট ৫৫, নাজিরশাইল ৬২ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।